নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার নামো ভদ্রা এলাকায় ভাড়া বাসা থেকে হেলেনা (৩৫) নামে এক নারীর অর্ধেক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার নাম নায়েক আলী।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হেলেনা ওই বাড়িতে একা বসবাস করতেন। দুই বছর আগে ডিভোর্সের পর তিনি রয়েল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন, যার আগের স্ত্রী বর্তমান সংসারে রয়েছেন। এ নিয়ে হেলেনার সঙ্গে রয়েল ও তার স্ত্রীর প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত।
পুলিশের প্রাথমিক ধারণা, হেলেনাকে হত্যার পর আগুন দিয়ে মাথা ও বুক পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে, সবাই এবাদতে ব্যস্ত থাকার সুযোগে কেউ তাকে হত্যা করে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হেলেনার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে,।
পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।