পুঠিয়ায় সরকারি জায়গায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় সরকারি জায়গায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হন এবং বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পাশাপাশি, একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি চারমাথার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে প্রবাসী জাহাঙ্গীর আলম সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার সকালে জাহাঙ্গীরের ভাই মনিরুল ইসলাম জুয়েলের সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলামের কথা-কাটাকাটির একপর্যায়ে মনিরুল ইসলাম হাতে থাকা সাবল দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। এতে সাইফুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত সাইফুল ইসলামকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) করিব হোসেন জানান, এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *