রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়: আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী ছাত্রদল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে।
রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম শফিক, বুলবুল রহমান, শাকিলুর রহমান সোহাগ, মারুফ হোসেনসহ আরও অনেকে।
এছাড়া, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাবির আহ্বায়ক রাকিব ইসলাম কাজল, ছাত্রদল সদস্য আবির হাসান হিমেল, মোকাদ্দেশ রহমান, আবু সাঈদ, জাকির রেদোয়ান, তাকবির আহমেদ ইমন এবং বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণ করেন এবং মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “ভাষার জন্য যে ত্যাগ, তা আমাদের জাতিসত্তার পরিচায়ক। আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও শিক্ষার পরিবেশ রক্ষায় কাজ করে যাব।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রতিবছরই এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।