রাজশাহী জেলা প্রতিনিধি:
ডিএস (ডেপুটেশন সেলেকশন) পুলে কোটা বাতিল, ক্যাডারভিত্তিক সমতা প্রতিষ্ঠা এবং প্রশাসন ক্যাডারের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে রাজশাহীতে আজ (২ মার্চ ২০২৫, রবিবার) পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় রাজশাহীর জিরোপয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও শিক্ষকরা অংশ নেন। তারা “ক্যাডার যার, মন্ত্রণালয় তার”—এই দাবিতে শ্লোগান দেন এবং প্রশাসন ক্যাডারের একক আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করেন, প্রশাসন ক্যাডার দীর্ঘদিন ধরে অন্য ক্যাডারের ওপর কর্তৃত্ব করছে, যা কাজের পরিবেশকে নষ্ট করছে। বিশেষ করে ডিএস পুলে কোটা ব্যবস্থা অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করছে এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা ব্যাহত হচ্ছে।
রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোছা. জামিলা খাতুন বলেন যে, ডিএস পুলের কোটা ব্যবস্থা প্রশাসন ক্যাডারকে অন্য ক্যাডারের ওপর কর্তৃত্ব করার সুযোগ দিচ্ছে। ফলে স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশলসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শুভ্রত কুমার প্রামাণিক বলেন, শুধু একটি ক্যাডারকে সর্বেসর্বা বানিয়ে দিলে অন্য ক্যাডারের কর্মকর্তাদের কাজ করা কঠিন হয়ে পড়বে। আমাদের পেশাগত মর্যাদা রক্ষা করতে হলে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে।
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা বলেন, আমরা চাই সব ক্যাডারের সমান সুযোগ। প্রশাসন ক্যাডারের একক নিয়ন্ত্রণের কারণে আমাদের কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার ক্ষুণ্ন হচ্ছে। নীতিগতভাবে সব ক্যাডারের সমান পদোন্নতি ও সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন যে, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।