যশোর জেলা প্রতিনিধি:
যশোরের মনিরামপুর পৌরসভায় টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড ফেরত এবং টিসিবি পণ্যের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভ করেন। এসময় বঞ্চিতরা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার অপসারণ দাবি করেন।
আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় এসময় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর বাজারের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে সড়ক মুক্ত করেন।
পৌরসভা সূত্র জানায়, মনিরামপুর পৌরসভায় টিসিবির উপকারভোগীর সংখ্যা ছিল ২ হাজার ৭১২ জন। আওয়ামী লীগ সরকারের সময়ে টিসিবির ওই কার্ডগুলো টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর করে। যাচাইবাছাইয়ের পর কার্ডের সংখ্যা কমে দাঁড়ায় ২ হাজার ২৯৬টি। আজ সোমবার সকালে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু তার আগে মাত্র কয়েক শ উপকারভোগীর মধ্যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। বাকিরা কার্ড না পেয়ে পণ্য বিতরণের খবর শুনে পৌরসভার গেটে এসে বিক্ষোভ করেন।
সূত্র জানায়, স্মার্ট কার্ডধারীদের জন্য ‘টিসিবি স্মার্ট ফ্যামেলি কার্ড সেবা’ নামে একটি সফটওয়্যার রয়েছে। তাতে প্রবেশ করে স্মার্ট কার্ড সক্রিয় করতে হয়। পৌরসভার এই সফটওয়্যারের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সাবেক পৌর মেয়র মাহমুদুল হাসানের নামে। ওটিপি দিয়ে প্রবেশ করতে গেলে সেটা সাবেক মেয়রের কাছে চলে যাচ্ছে। তিনি পলাতক থাকায় তাঁর কাছ থেকে পাসওয়ার্ড উদ্ধার করা যাচ্ছে না। ওটিপি পরিবর্তনের জন্য বারবার আবেদন করেও সেটা সংশোধন করা যাচ্ছে না। একারণে পৌরসভায় টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ সম্ভব হয়নি। এর মধ্যে নিয়মতান্ত্রিকভাবে স্মার্টকার্ডের বিপরীতে পণ্য বরাদ্দ এসেছে। আজ সোমবার জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে যাচাই করে দরিদ্রদের মধ্যে টিসিবির পণ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
মনিরামপুর পৌরসভার হিবাবরক্ষক শাহিনুর রহমান বলেন, আজ সকালে টিবিবির পণ্য বিক্রি শুরু করার আগে লোকজন এসে হইচই শুরু করে। এরপর পণ্য বিতরণ বন্ধ রাখা হয়।
টিসিবির কার্ডধারী পৌরসভার বিজয়রামপুর গ্রামের ইউসুফ আলী বলেন, আমাদের পাড়ার মধ্যে আমরা তিন ভাই গরিব। টিসিবির কার্ড শুরুর সময় থেকে আমরা তিন ভাই টিসিবির মাল পেয়ে আসছি। খবর পেয়ে আজ এসে আমাদের কার্ড খুঁজে পাইনি। মালতো পেলামই না।
মনিরামপুর পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, সড়ক অবরোধ হয়নি। একসাথে বহু মানুষ চলে আসায় পৌরসভার গেটে ভিড় হয়েছে।
তিনি বলেন, মনিরামপুর পৌরসভায় টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড আছে ২ হাজার ২৯৬টি। কার্ডগুলো গত বছরের ৫ আগস্টের আগে করা। তালিকায় বিতর্কিত অনেকের নাম রয়েছে। এজন্য কার্ডগুলো বিতরণ করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, জাতীয় পরিচয়পত্র(আইডি কার্ড) দেখে গরিব মানুষদের বাছাই করে তাঁদের টিসিবির পণ্য দেওয়া হবে। কিন্তু তার আগে একটি রাজনৈতিক দলের একজন নেতা এসে হঠাৎ ঘোষণা দেন, আগে সাড়ে তিন হাজার কার্ড ছিল। বাকি কার্ড কোথায় গেলো। এতে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। এজন্য পণ্য বিক্রি স্থগিত রাখা হয়েছে। সহকারী কমিশনারকে(ভূমি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
কমিটি তালিকা তৈরি করার পর টিসিবির পণ্য বিক্রি শুরু হবে।