রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী বারিন্দ নার্সিং কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্র্যাকটিক্যাল শিক্ষার সুযোগ না পাওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের অভিযোগ, কলেজের নার্সিং শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাতে-কলমে ইন্টার্নশিপ করার সুযোগ না পাওয়ায় পর্যাপ্ত চিকিৎসা সেবার জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ৫২৫টি শয্যা থাকলেও রোগী ভর্তি না হওয়ায় তারা সেখানে প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করতে পারছেন না। তাই তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের সুযোগ চাচ্ছেন।
শুধু প্র্যাকটিক্যাল শিক্ষার অভাবই নয়, কলেজের বেশ কয়েকটি বিভাগও নামমাত্র চালু রয়েছে, যেখানে দক্ষ শিক্ষকের ঘাটতি প্রকট। শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের আমলে তারা দাবি-দাওয়া নিয়ে কথা বলতে গেলে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা যথাযথ প্র্যাকটিক্যাল শিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।