“আড়াই ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার”ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিকতার প্রতিবাদ এবং বিকেন্দ্রীকৃত বাংলাদেশ গড়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। অবরোধের ফলে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাবির স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। তারা ‘ঢাকা না রংপুর, রংপুর, রংপুর’, ‘ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা’, ‘ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী’, ‘ঢাবি না রাবি, রাবি, রাবি’ ইত্যাদি স্লোগান দেন।

তিন দফা দাবি:
নিয়োগে বিকেন্দ্রীকরণ ও সমান সুযোগ নিশ্চিত করা – ইউজিসি, সরকারি নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র ঢাবির প্রভাব কমিয়ে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

পিএসসি ও ইউজিসির পুনর্গঠন – পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং ইউজিসি-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক আধিপত্য বন্ধ করে সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

ঢাকা কেন্দ্রিকতা কমিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ – সরকারি ও প্রশাসনিক কার্যক্রম শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক না রেখে অন্যান্য বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব দ্যা ডেইলি ক্যাম্পাস-কে বলেন, “আমরা ঢাকাকেন্দ্রিক নিয়োগ ব্যবস্থার অবসান চাই। বাংলাদেশকে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিকতা থেকে মুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগ—সব ক্ষেত্রে ঢাবির একচেটিয়া আধিপত্য রয়েছে। আমরা এই নিয়োগ ব্যবস্থা মানি না। পিএসসি থেকে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুনর্গঠন চাই।”

আড়াই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করলে দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে একই দাবিতে রাবি ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *