রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মো. রানা (৪২) অবশেষে নওগাঁ থেকে আটক হয়েছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। রাজশাহীর নারী অধিকারকর্মী ও সচেতন নাগরিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনা ঘটেছিল গত মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর এক সড়কে, যেখানে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে রানা অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে এক নারীকে হেনস্তা করেন। এই ঘটনাটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তখনই তাকে দ্রুত গ্রেফতার করার দাবি উঠতে থাকে।
ভাইরাল ভিডিওটির সূত্র ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রানা নওগাঁয় পালিয়ে গেছেন। পরে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, “রানাকে নওগাঁ থেকে আটক করা হয়েছে এবং তাকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
এ ঘটনায় রাজশাহীর নারী অধিকারকর্মী, সচেতন নাগরিকসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা রানার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।