বরেন্দ্র বার্তা২৪ডেস্কনিউজঃ
আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত মোট চার দিন ১৩ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। এ সময় সকাল ৭টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।
তবে কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দুই-তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়।
সর্বশেষ গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আগামীকাল থেকে কারফিউ শিথিলের সময় বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি সব অফিসও স্বাভাবিক সময়ের মতো চলবে।