“লিটন’ডাবলুসহ” হত্যা মামলায় আসামি ১২০০

রাজশাহী জেলা প্রতিনিধি:
 গত-(৫ আগস্ট) রাজশাহীতে  বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আবু রায়হান নিহতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাতে নিহত আবু রায়হানের ভাই রানা ইসলাম বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন।
শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন রাজশাহী মহানগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আবু রায়হান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হলে মেয়র লিটন ও ডাবলু সরকারের নেতৃত্বে রুবেল, রাজীব, রনি, মোস্তফা’সহ অনেক আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রজনতার উপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি ছোড়ে । তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান,মেহেদী হাসান সহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে রায়হান আলী আহতদের চিকিৎসা জন্য উদ্ধার করতে এগিয়ে যায়।
তখন আসামি জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে আমার ভাই রায়হান আলীর মাথায় গুলি করে ।আসামীদের নারকীয় তাণ্ডবে স্থানীয় লোকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্ধারের জন্য এগিয়ে আসতে পারেননি। পরে রাজশাহী মেডিকেল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত আট তারিখে আমার ভাইয়ের মৃত্যু হয়।
আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সন্ত্রাসীদের কর্তৃক আমার ভাইকে হত্যা ও অন্যান্য আন্দোলনকারীদের আক্রমণ করে যে অপরাধ করা হয়েছে আমি তার শাস্তি দাবি করছি।
এ মামলায় আসামিরা হলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, রাজশাহী মহানগরীর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি . মাহমুদুল হাসান রাজীব, ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাপ্পী চৌধুরী রনি, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বিপ্লব,রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত,মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব,যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জেডু সরকার,২৪ নং ওয়ার্ড কমিশনার আরমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ,১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,
২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দীন, ১২নংওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু,২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজীমসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়।
এবিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাসুম পারভেজ জানান, রাজশাহীতে ৫ আগস্টের সংঘর্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আবু রায়হানের ভাই বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।  তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *