রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার কসবার মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম (২৭) ও মারুফ (২৫)। ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকার তকিবুলের ছেলে, আর মারুফ একই উপজেলার মাটিকাটা এলাকার রহিম মুন্সির ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কর্ণহার থানার ধর্মহাটা এলাকার মো. লিটন মিয়া (৪০), গোদাগাড়ীর বালিয়াডাইন এলাকার রাসেল (২৪) এবং আরও তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।