রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ বুধবার বিকাল সাড়ে ৪টার সময় রাজশাহী রেডিও সেন্টার মাঠে আয়োজিত  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ এরশাদ আলী (ঈশা), আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন, “খালেদা জিয়া আমাদের জাতির এক শক্তিশালী নেত্রী, এবং আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করি। এই মাহফিলে আমরা শুধু তার সুস্থতার জন্য দোয়া করছি না, বরং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাতও কামনা করছি। আমাদের একতা ও ঐক্য আমাদের শক্তি। এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে, বিএনপি সব সময় জনগণের পাশে আছে এবং তাদের ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করছে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মামুন-অর-রশিদ, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগর। তিনি বলেন, “আমরা একত্রিত হয়েছি খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য। একই সাথে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল হুদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাজশাহী মহানগর। তিনি বলেন, “আমরা জাতির দুর্দিনে একসাথে দাঁড়িয়ে আছি। শহীদদের স্মরণে দোয়া আমাদের দায়িত্ব, তাদের ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য।”
সভাপতিত্ব করেন, মোঃ একরাম আলী, আহ্বায়ক, মতিহার থানা বিএনপি, রাজশাহী মহানগর। সঞ্চালনায় থাকবেন মোঃ আল মামুন বাবু, সদস্য সচিব, মতিহার থানা বিএনপি, রাজশাহী মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রফেসর ড. মোঃ এনামুল হক, সভাপতি, জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, সভাপতি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন, ফাইন্যান্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
মোঃ মাহাফুজুর রহমান রিটন, আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল,
সুলতান আহমদ রাহী, আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল’সহ রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *